হিলি প্রতিনিধি ::: দিনাজপুরের সীমান্ত এলকা হাকিমপুর হিলি পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি এলাকায় রেখা বেওয়া (৭০) নামে এক বৃদ্ধা মহিলাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মাদকসেবিদের বিরুদ্ধে। হিলিতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা মাদকসেবীরা ওই বৃদ্ধার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ হাতিয়ে নিতে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে
দাবি পরিবারের। বুধবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯ টায় পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি গ্রামের নিহত বৃদ্ধার মাটির ঘরের মধ্য থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। নিহত রেখা বেওয়া ওই এলাকার মৃত মুকুল হোসেন এর স্ত্রী। বৃদ্ধার মেয়ে রিনা বেগম বলেন, আমার মা ওই বাড়িতে একাই থাকতেন। স্থানীয় মাদকসেবীরা মাঝে মধ্যে গিয়ে বাড়িতে আড্ডা
দিতো। আমার ধারণা মাদকসেবিরা আমার মা কে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমি আমার মা হত্যার বিচার চাই! স্থানীয় এলাকাবাসীরা জানান,ওই বৃদ্ধা মহিলা বাড়িতে একাই থাকতো।গতকাল রাতে বৃদ্ধাকে বাড়ির বাহির থেকে ডাকাডাকি করলে কোন কথাবার্তা বা সাড়া দেন নাই। সন্দেহ হওয়ায় দ্রুত বাড়ির ভিতরে গিয়ে দেখি বৃদ্ধা চৌকির ওপর
পশ্চিম দিকে পা দিয়ে মৃত অবস্থায় পড়ে আছেন এবং গলায় গামছা পেচানো আছে। অবস্থা দেখে মনে হচছে গলায় গামছা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে মাদকসেবীরা। হত্যার পর তার কানের দুল ও ঘরে থাকা টাকার ব্যাগ নিয়ে গেছে। পরে পুলিশকে খবর দিলে প্রাথমিক তদন্ত শেষে ময়না তদন্তের জন্য পুলিশ নিহতের লাশ নিয়ে যায়। আমারা বৃদ্ধা এই
মায়ের হত্যার বিচার চাই হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে (হাকিমপুর ঘোড়াঘাট) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি শরিফুল ইসলামসহ আমরা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মাটির ঘরের চৌকির ওপর গলায় গামছা পেঁচানো মৃত অবস্থায় ওই বৃদ্ধাকে পেয়েছি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধা মহিলাকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।প্রাথমিক তদন্ত শেষে (সুরতহাল রিপোর্ট) লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বৃদ্ধের গলায় স্বর্ণের অলংকার ছিলো বলে আমরা শুনেছি তবে বৃদ্ধার কোন টাকা পয়সা কেউ নেয় নাই বলে আমরা জেনেছি। তবে ওই বৃদ্ধার বাড়িতে মাদকসেবিদের
বিভিন্ন সময়ে আড্ডা বসে বলেও আমরা জেনেছি। ঘটনা স্থলে মাসুদ রানা (৫২) নামে এক মাদকসেবিকে আটক করা হয়। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কোন প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আটক মাসুদ রানা নওগাঁ জেলার মান্দার ময়নম গ্রামের মৃত হবি উদ্দিনের ছেলে বলে জানান তিনি। তিনি আরও
বলেন,বৃহস্পতিবার বৃদ্ধার মৃতদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।