মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনাঃ ডেঙ্গু প্রতিরোধে বরগুনার আমতলী উপজেলা পরিষদ থেকে মশক নিধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। বুধবার (২৬ জুলাই ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে ওই কার্যক্রমের উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড: এম এ কাদের মিয়া । এ সময় আমতলী নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভুমি) মো. আব্দুল্লাহ আল জাহের, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসা: তামান্না আফরোজ মনি, সাবেক উপজেলা পরিষদ ভাইস
চেয়ারম্যান একেএম সামসুদ্দিন সানু, ইউপি চেযারম্যান মোতাহার উদ্দিন মৃধা, মো.বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, মো. রফিকুল ইসলাম রিপন, উপজেলা পরিষদের সকল কর্মকর্তারাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ওই সময় ফগার মেশিন দিয়ে মশক নিধনে ঔষধ স্প্রে করা হয়। এছাড়া উপজেলা কম্পাউনের মধ্যে অবস্থিত বাড়ীর আঙ্গিনা ও ড্রেন পরিস্কার করেন পরিষদের কর্মচারীরা।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম বলেন, পর্যায়ক্রমে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং পৌরশহর, থানা, উপজেলা পরিষদসহ সকল সরকারি বেসরকারি কার্যালয়ে ওই কার্যক্রম চলবে। পাশপাশি তিনি ডেঙ্গু প্রতিরোধে উপজেলাবাসীকে সচেতন হওয়ার আহবান জানান। ডেঙ্গু সংক্রমণ রোধে মশা নিধনের ঔষধের পাশাপাশি জীবাণুনাশক ছিটানো শুরু হবে বলেও জানান।