কাজিপুরের জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

লিমন খান কাজিপুরঃ নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ”এই প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৫ জুলাই (মঙ্গলবার) বেলা ১১.৩০ ঘটিকায় কাজিপুর উপজেলা চত্বর থেকে এক র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের রাস্তা প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটরিয়ামের সামনে এসে র‍্যালি টি শেষ হয়। একপর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে উদ্বোধনী ও আলোচনা সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ কাজিপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জয় বলেন, মাছে ভাতে বাঙালি কথাটি প্রকৃত অর্থেই সঠিক, মাছ ও ভাতের সঙ্গে বাঙালির সম্পর্ক বহুকালের।আদিকাল থেকেই মাছ খেতো বাঙালি। মাছের সঙ্গে ভাতের সম্পর্ক নিবিড় হওয়ার কারণটি হলো বাঙালির মুখ্য খাদ্য ভাত এবং দৈনন্দিন খাদ্যতালিকায় পছন্দের পদ মাছ। দেশে মাছের বৃদ্ধি কর্মসূচির মাধ্যমে নিষিদ্ধ সময় কালে। জেলেরা নদীতে মাছ ধরতে পারেনা। সে কারণেই তাদের পরিবার যেনঅর্ধ অনাহারে কথাকে বিবেচনা করে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদেরকে বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা করেছেন। এটি একটি অত্যন্ত প্রশংসনীয়। তার ধারাবাহিকতায় আজ থেকে শুরু হল মৎস্য সপ্তাহ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুকুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধারেফাজ উদ্দিন মাস্টার, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদ হক, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন গাজীপুর উপজেলা মৎস্য জিবি সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু সহ উপজেলার বিভিন্ন অঞ্চলের মৎস্যজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top