দাকোপ খুলনা প্রতি নিধি ঃ “নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ ” -এ প্রতিপাদ্যবিষয় কে সমানে রেখে দাকোপ উপজেলা মৎস্য অধিদপ্তর এর ঊদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্ যাপন উপলক্ষে র ্যালী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই মঙ্গলবার সকল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা
নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র মৎস্য অফিসার সেলিম সুলতান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌর পদ বাছাড়, ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, পঞ্চানন মন্ডল, । দাকোপ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার পরিচালনায়।অনুষ্ঠানে বক্তব্যদেন , মেরিনফিসারী অফিসার বিপুল কুমার দাস,সমবায় কর্মকতা মিজানুর রহমান, সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, মৎস্য চাষী রবীন্দ্রনাথ সরদার, আমলরায়,পরমাংশু রায়,উজ্জ্বল রােয়, গৌতম
রায়,সুকান্ত রায়, বিপ্লব বর্মন,জি এম আসলত, মৎস্য অফিসের আফিস সহকারী মোঃ আবদুর রউফ, ফিন্ড ফেসিলিটের আশিকুররহমান, আলমাস হোসেন, রাজুআচষ্য, মোঃ আদুল হান্নান প্রমুখ।