পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা

হারাধন কর্মকার রাজস্থলীঃ সচিব পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হয়েছে সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। সোমবার(২৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব কানিজ ফাতেমা সাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর -৬(২) অনুযায়ী বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সাবেক রাষ্ট্রদূত

সুপ্রদীপ চাকমাকে অন্যান্যা প্রতিষ্ঠান ও সংগঠন সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগাযোগ তারিখ থেকে পরবর্তী ২ বছর মেয়াদে সরকার সচিব পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলেও সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমার স্বাক্ষরিত চিঠির প্রজ্ঞাপনে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top