সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে লায়েক মিয়া হত্যা মামলার আসামি ইশতিয়াক রহমান তানভীর জামিনে মুক্তি লাভ করেছেন। ছাতক শহরের মন্ডলীভোগ এলাকার বাসিন্দা মুজিবুর রহমানের পুত্র ও সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ভাতিজা ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী, পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, এসপিপিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইশতিয়াক রহমান তানভীর দীর্ঘ আড়াই মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি লাভ করেছেন। এর আগে এই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন ইশতিয়াক রহমান তানভীর। উচ্চ আদালতের
জামিনের মেয়াদ শেষ হলে তিনি সুনামগঞ্জ জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত তাঁর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। সোমবার (২৪ জুলাই) সুনামগঞ্জ জজ আদালতে জামিন প্রার্থনা করা হলে জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন শুনানি শেষে আওয়ামীলীগ নেতা ইশতিয়াক রহমান তানভীরের জামিন মঞ্জুর করেন। তাঁর জামিন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কোর্টের সিনিয়র আইনজীবী, জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট রবিউল লেইস রোকেশ ও এডভোকেট আলম উদ্দিন। এদিকে ইশতিয়াক রহমান তানভীরের মুক্তি লাভের পর সুনামগঞ্জ জেল গেটে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তাঁর স্বজন, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ জেল গেটে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।