দাকোপ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

দাকোপ খুলনা প্রতি নিধি ঃ “নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ ” -এ প্রতিপাদ্যবিষয় কে সমানে রেখে দাকোপ উপজেলা মৎস্য অধিদপ্তর এর ঊদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্ যাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই সোমবার সকল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সেলিম সুলতান এর সভাপতিত্বেসভায় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, মেরিনফিসারী অফিসার বিপুল কুমার দাস,সমবায় কর্মকতা মিজানুর

রহমান, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহিদুল ইসলাম ভুইঁয়া শিপন, শচীন্দ্র নাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, জি এম আজম দীপক রায় মামুনুর রশীদ, মৎস্য চাষী রবীন্দ্রনাথ সরদার, আমলরায়,পরমাংশু রায়,উজ্জ্বল রায়, গৌতম রায়,সুকান্ত রায়, বিপ্লব বর্মন,জি এম আসলত, মৎস্য অফিসের আফিস সহকারী মোঃ আবদুর রউফ, ফিন্ড ফেসিলিটের আশিকুররহমান, আলমাস হোসেন, রাজুআচষ্য, মোঃ আদুল হান্নান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top