কাজিপুরে শিক্ষকতার আড়ালে বাড়তি লাভের আশায় শুরু করেন গাঁজা চাষ

 লিমন খান : কাজিপুর :::  সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলার বরইতলি মধ্যেপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলাম তালুকদারের পুত্র নবুয়াত হোসেন (২৩)। একসময় ইয়াবা সেবন করতেন। এতে টাকা খরচ বেশি হতো । খরচ কমাতে শুরু করেন গাঁজা সেবন। মাথায় চেপে বসে গাঁজাও তো কিনে সেবন করতে হয়। যদি গাছ লাগানো যায়, এতে নিজের চাহিদার পাশাপাশি, বিক্রি করে বাড়তি আয় করা যাবে। এমন

 

পরিকল্পনা থেকেই বাড়ির পাশের বাগানের মধ্যে গাঁজার গাছ রোপণ করেন। গত রোববার সন্ধ্যায় গাঁজার গাছসহ তাঁকে আটকের পর এমন তথ্য পুলিশকে জানায় নবুয়াত হোসেন। আজ (২৪ জুলাই) সোমবার বিকেলে সাংবাদিকের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত( পিপিএম) । ওসি বলেন, নবুয়াত হোসেন এক সময় কাজিপুর উপজেলা আদর্শ

 

একাডেমিতে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। সেখান থেকে তাঁকে বের করে দেওয়া হয়। পরে অন্য একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা শুরু করেন। তিনি একটি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। গাঁজা সেবনের পাশাপাশি, অধিক লাভের আশায় গাঁজা চাষ শুরু করেন তার নিজ বাড়ির পাশে একটি ঝোপঝাড়ের আড়ালে । জব্দকৃত ১০ ফুট উচ্চতার গাঁজার গাছটির ওজন প্রায় সাড়ে চার কেজি। ওসি আরও বলেন, গতকাল গোপন সংবাদে ভিত্তিতে পরিচালনা করে বাড়ির পাশ থেকে গাঁজার গাছসহ তাঁকে আটক করা । আজ দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top