এপেক্স ক্লাব পটিয়ার গোল টেবিল আলোচনায় বক্তারা কর্ম মানুষের জীবনকে পরিবর্তন করে সফলতা এনে দেন

 সংবাদ দাতা  সেলিম চৌধুরী পটিয়া:- (আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে ত্রি -মাসিক গোল টেবিল আলোচনা সভায় বক্তারা বলেছেন মানুষের ভাগ্যে যা লিখিত হয় জীবনের প্রতিটি সময়েই তায় বাস্তবায়িত হয়। চলার পথে যে কাজ কর্ম হয় তা যদি দায়িত্বশীলতার সাথে মানুষের কল্যানে হয় তার প্রতিদানও পাওয়া যায় এপেক্স ক্লাব পটিয়ায় বিগত এক বছরে নানাবিদ কর্মকান্ডের সন্তুুষ্ট

 

প্রকাশ করে বক্তারা ভবিষ্যত সাংগঠনিক কাজের আরও ব্যাপক সিদ্ধান্ত গ্রহণ ও কমভাগ্যবান মানুষের সেবায় আরও বেশি বেশি কাজ করার আশা প্রকাশ করেন। গত শনিবার পটিয়া খুশবো ডাইন রেস্তোরাঁয় এক গোল টেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন এতে ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান সভাপতিত্ব করেন। ক্লাব সেক্রেটারী এন্ড ডিএনএ

 

এপেক্সিয়ান লিয়াকত আলীর পরিচালনায় বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবু সাঈদ তালুকদার খোকন পরিচালক এপেক্সিয়ান মোরশেদুর রেজা সবুজ, ফ্লোর মেম্বার মিডিয়া ব্যাক্তিত্ব নাফিজ করিম চৌধুরী ও অনন্য এপেক্সিয়ানবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top