দাকোপে বাজুয়ায় ৬০পিচ ইয়াবা সহ রনি গ্রেফতার

দাকোপ খুলনা প্রতি নিধিঃ দাকোপে বাজুয়া ইউনিয়নে উচ্চবিদ্যালয়ে কাছ থেকে ৬০ পিচ ইয়াবা সহ রনি নাম একযুবকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
দাকোপ থানা পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিক্তিতে , দাকোপ থানা অফিসার ইনচার্য উজ্জ্বল দত্তের দিক নির্দেশনায় এস আই নূর মোহাম্মদ শাহিদ, এ এস আই রাজ কুমার দাশ, এ এস আই গৌতম চন্দ্র মন্ডল, এ এস আই আনিচ, এ এস আই সত্তার এর পরিচালনায়

পুলিশ ফোর্স নিয়ে ২১ ই জুলাই দিবাগতরাত আনুমানিক ১.৪৫মিনিটের দিকে উপজেলার বাজুয়া গ্রামের মৃত আমিরুল হক বুলবুল এর পুত্র হাবিবুর রহমান রনি (৩১) কে তার বাসার সামনে হতে ৬০পিচ ইয়াবা সহ আটক করেন। এস আই নূর মোহম্মদ শাহিদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা রনির বাসার সামনে হইতে ৬০ পিচ মাদকদ্রব্য (ইয়াবা) সহ আটক করি।

এ ঘটনায় এস আই নূর মোহম্মদ শাহিদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৮ নং মামলা দায়ের করে আসামীকে আদালতের মাধ্যমে ২২ /৭/২৩ জেল হাজতে প্রেরন করা হয়। এ ব্যাপারে দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জানায়, মাদকের বিরুদ্ধে অভিজান চলমান আছে এবং থাকবে, দাকোপকে মাদক মুক্ত করবো, গেপ্তারকৃত আসামি হাবিবুর রহমান রনির নামে অতীতে মাদক মামলা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top