সেলিম মাহবুব, ছাতকঃ ছাতক – দোয়ারা উপজেলার কৃতি সন্তান আল-আমিন রহমান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা ও দোয়ারা উপজেলা শাখার উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দোয়ারা বাজারে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। দোয়ারা বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে দোয়ারা বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা
ছাত্রলীগের সহ-সভাপতি সন্ধিপ সরকার তুষার, রহুল ফেরদৌস পুলক এসময় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দিলদার হোসেন, জমসিদ মিয়া, উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন নাঈম। দোয়ারাবাজার উপজেলার ছাত্রলীগ নেতা সুরমান হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা রেজাউল হক, ও উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান আদর, আল আমিন প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতা কর্মী।