নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত শিশু ও এক বিধবা নারীর উন্নত চিকিৎসার জন্য পৌরসভার রাজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ২৫ হাজার টাকা করে পৃথক দুটি চেক প্রদান করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। নন্দীগ্রাম পৌর এলাকার ৮নং ওয়ার্ডের দক্ষিণপাড়ার দর্জি লিটন মিয়ার শিশু পুত্র অজ্ঞাত রোগে আক্রান্ত। তার রোগ নির্ণয়ে উন্নত চিকিৎসা প্রয়োজন। মেয়র আনিছুর রহমান জানান, শিশুর চিকিৎসার জন্য গত বুধবার ২৫ হাজার টাকা আর্থিক সহায়তার চেক
প্রদান করা হয়েছে। এছাড়া ৪নং ওয়ার্ডের নামুইট উত্তরপাড়ার বিধবা উমেদা বেওয়ার উন্নত চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
এসময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান উজ্জল, সাইদুল ইসলাম মিলন, শাহিরুল ইসলাম, নুরুন নাহার মিষ্টি, ববিতা বেগম, সেলিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
গতকাল শুক্রবার সরকারি ও রাজস্ব তহবিল থেকে ২ লাখ টাকা ব্যয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডে ডেঙ্গু মশক নিধনে ওষুধ স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আনিছুর রহমান।