দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রিপোর্টারঃ মামুনুর রশিদ মামুনঃ দিনাজপুর থেকে সৈয়দপুর মহাসড়কে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের আরোহী ঘটনা স্থলে একজনের মর্মান্তিক মৃত্যু হয়। ২১ জুলাই শুক্রবার দুপুর একটার পর দশমাইল হাইওয়ে থানার পাশে মেসার্স মা ফিলিংস্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন দশমাইল হাইওয়ে পুলিশকে অবগত করলে দশ মাইল হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করে বলেন অফিসার ইনচার্জ ওসি সিদ্দিকুর রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানান নিহত ব্যক্তি হলেন, দিনাজপুর

চিরিরবন্দর উপজেলার ১২ নং আলোকডিহি ইউপির আলোকডিহি চৌধুরী পাড়া গ্রামের বকুল মুন্সি ছেলে হযরত মিন্টু (২৭)। এলাকাবাসীরা আরো জানান ফতেজংপুর ইউপির ইপিজেডের মেসার্স মা ফিলিং স্টেশনে মোটরসাইকেল তেল নিয়ে সৈয়দপুর এর দিকে যাচ্ছিলেন। মেসার্স মা ফিলিং স্টেশনে মোটরসাইকেল তেল নিয়ে মহাসড়কে উঠলে অপর অপরদিক থেকে আসা সৈয়দপুরগামী ট্রাকের সামনে ধাক্কা লাগলে সিটকে পিছনের চাকায় গড়ে গিয়ে ফিস্ট হয় ঘটনা স্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। দুপুরের সময় লোকজন না থাকায় সুযোগ বুঝে ঘাতক ট্র্যাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top