রিপোর্টারঃ মনজুরুল ইসলামঃ নাটোরের লালপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শান্তি পূর্ণভাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দীপেন্দ্রনাথ সাহা সভাপতি, সঞ্জয় কুমার সাধারণ সম্পাদক ও সৌমিত্র কুমার সরকার যুগ্ম সাধারণ নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২১ জুলাই ২০২৩) দুপুরে লালপুরের বুধপাড়া কালী মন্দির চত্বরে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক দীপেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় টাস্টি শ্রী তপন
কুমার সেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাড: প্রসাদ কুমার তালুকদার। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সহ-সভাপতি খগেন্দ্রনাথ রায়, সুব্রত কুমার সরকার, নাটোর সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড: প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মলয়
কুমার রায়, সদস্য অধ্যক্ষ পরিমল কুমার রায়, স্বপন কুমার ভদ্র, স্বপন কুমার পাল, সঞ্জয় কুমার কর্মকার, শ্যামলাল দাস ভুটিয়া প্রমুখ। এছাড়াও সম্মেলনে লালপুর উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি উমা চৌধুরী জলি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটির সভাপতি পদে দীপেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক পদে সঞ্জয় কুমার ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৌমিত্র কুমার সরকারের নাম ঘোষণা করেন।