মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে কোম্পানীগঞ্জে নিহত -৭

সেলিম মাহবুব, ছাতকঃ সিলেট কোম্পানিগঞ্জ সড়কে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ‍জুলাই) সকালে সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের খাগাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ৭ জনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।তবে স্থানীয়রা ২ জনের পরিচয় সনাক্ত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আটটার সময় সিলেট-

কোম্পানীগঞ্জ সড়কের খাগাইল এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখো মুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস ও অটোরিকশা সড়কের পাশের খাদে পড়ে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। আহত অবস্থায় অপর ৩ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, নিহতরা মাইক্রোবাস ও অটোরিকশার যাত্রী ছিলেন। দুটি গাড়ি সড়কের পাশের খালের পানিতে পড়ে

আছে। দুর্ঘটনায় মৃতুবরণকারী দুইজনের পরিচয় পাওয়া গেছে ১জন কোম্পানীগঞ্জ পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কালীবাড়ি এলাকার বাসিন্দা আমির উদ্দিন ও অপরজন ইসলাম পুর গ্রামের কালন মিয়া। কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, নিহত পাঁচজন অটোরিকশার যাত্রী ছিলেন। অন্যরা মাইক্রোবাসের চালক ও যাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top