মীর ইমরান-মাদারীপুরঃ মাদারীপুর সদর উপজেলায় নিজের ঘরে আগুন দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসী মঙ্গলবার বিকেলে উপজেলার শিরখাড়া ইউনিয়নের চর ঘুনসী গ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আলতাফ হাওলাদার, মোঃ বাবল হাওলাদার,খলিল হাওলাদার, বায়েজিদ হাওলাদার, চায়না বেগম, দবির হাওলাদারসহ এলাকাবাসী। প্রতিবাদকারীরা জানান, আবুল বাশার হাওলাদারের স্ত্রী মাজেদা বেগমের দ্বারা এলাকার অধিকাংশ লোক হয়রানি শিকার হয়েছে থাকেন।
তার অপকর্মের বিষয় কেউ বদলে গেলে তাদেরকে তাদের নাম মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এবং তাদেরকে অপ্রস্ত করে। তার জন্য আমরা এলাকায় নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এলাকার লোক তার পক্ষে কেউ কথা না বললেই তাকে মামলা হামলা দিয়ে ছবিতে দেখে এবং
তাদের বিরুদ্ধে মামলা দেয়। সরেজমিনে জানা যায়, উপজেলা শিরখাড়া ইউনিয়নের চর ঘুনসী গ্রামের খালেক হাওলাদারের ছেলে আলতাফ হাওলাদারের সঙ্গে জায়গা নিয়ে একই বাড়ির আবুল বাশারের স্ত্রী মাজেদা বেগমের বিরোধ চলছে।আলতাফ হাওলাদারসহ এলাকার বেশকয়েকজন মাজেদা বেগমের অপকর্মে বাধা দেওয়ায় আলতাফ হাওলাদারকে প্রধান আসামী করে এলাকার বেশ কয়েকজনকে মাজেদা বেগম নিজে বাদি হয়ে মিথ্যা মামলা দায়ের করেন। এদিকে কোনক্রমে এলাকার লোকজনকে ফাঁসাতে না পেরে। মাজেদা শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে গত ৭ জুলাই মঙ্গবার রাতে নিজের পরিত্যক্ত রান্না ঘরে আগুন দিয়ে নিজে বাদী হয়ে আলতাফ হাওলাদার, মো. বাবল হাওলাদার, খলিল হাওলাদার, বায়েজিদ হাওলাদার, চায়না বেগমসহ ছয়জনকে আসামি করে আদালতে মিথ্যা মামলা দেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের নিকট হস্তান্তর
করা হয়। মামলায় যে পাঁচজনকে সাক্ষী করা হয়েছে পাঁচজন্যই বলেছেন পরিত্যক্ত রান্না ঘরে কে বা কারা আগুন লাগিয়েছে তারা কাউকে দেখেননি এবং যাদেরকে এ মামলায় সাক্ষী করা হয়েছে তারা এ ব্যাপারে কিছুই জানেন না। তার মধ্যে ৫ নম্বর সাক্ষী আশির্ধো বয়সী দবির হাওলাদার (৮৫) বলেন, “বাজান এ বয়সে অনেক দেখিছি। তবে এমন জালিমের যুগ দেখি নাই। মানুষের সাথে না চলতে পাইরা এখন নিজের রান্না ঘরে আগুন দিয়ে নিরীহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ দেশে কী আইন-কানুন নাই।এদিকে মাজেদা বেগম যাদেরকে সাক্ষী মেনেছে তারা উল্টো এ বিষয়ে কোনো কিছু জানে না বলে জানান। মামলার বাদী অভিযুক্ত মাজেদা বেগম বলেন তারা আমার ঘর বাড়িতে আগুন ধরেছে এবং আমার ঘরবাড়ি লুটপাট করছে। আমার ঘরবাড়ি কোপাইছে। তারা এখন আমাদেরকে ভয়-ভিতি দিয়েছে আমি এদের বিচার চাই।
অভিযুক্ত মামলার বাদি মাজেদা বেগমের স্বামী আবুল বাশার হাওলাদার বলেন, “যে রান্না ঘরটিতে আগুন লেগেছে লাকড়ি ও সিমেন্টের পালা ছিল। আগুন লাগার হৈচৈ শুনে আমি দৌড়ে যাই আগুন নেভাতে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে আমি বলতে পারবো না।
এলাকার সমাজসেবক ও ইছাপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী আবুল কালাম হাওলাদার বলপন, পরিত্যক্ত রান্না ঘরে আগুন দিয়ে পুড়ানো মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জড়ানো নিয়ে আমরা এলাকাবাসী প্রতিবাদ জানিয়েছি। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এখনো অভিযোগের কোন কপি আমাদের কাছে আসেনি। যদি কোন অভিযোগ আসে তদন্ত করেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।