সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকেঃ দিঘলিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১ টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর প্রতিনিধি হিসেবে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস
চেয়ারম্যান আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া উপজেলা সমাজ সেবা অফিসার শেখ মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কিশোর আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ফজলুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, সাংবাদিক, মৎস্যচাষি, মৎস্যজীবি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।