মাইনুল ইসলাম রাজু আমতলী বরগুনাঃ বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়া গ্রাম থেকে এক কেজি একশ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারী পিতা পুত্রকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই শহিদুল ইসলাম সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাইনবুনিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক কারবারী আঃ গণি মৃধার পুত্র মধু মৃধা (৪৮) ও তার
পুত্র বেল্লাল (২৩) আটক করে এবং মাদক বেচাকেনার সময় তাদের কাছ থেকে হলুদ কসটেপ দিয়ে মোড়ানো ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পিতা ও পুত্রকে আটক করে থানায় নিয়ে আসে।আটক মাদক কারবারীদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে এসআই শহিদুল ইসলাম জানায়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারী পিতা পুত্রকে গ্রেফতার করা হয়েছে।