শরণখোলায় ১৫ ফুট অজগর উদ্ধার

এনায়েত করিম রাজিব বাগেরহাট ::::  বাগেরহাটের শরণখোলার মধ্য সোনাতলা গ্রাম থেকে একটি অজগর উদ্ধার হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকালে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যরা (ভিটিআরটি) জেলে রফিকুল হাওলাদারের বাড়ির মুরগির খোপ থেকে উদ্ধার করেন অজগরটি। ১৫ ফুট লম্বা এবং প্রায় ৩০ কেজি ওজনের অজগরটি দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। ভিটিআরটি

 

দলনেতা মো. খলিল হাওলাদার জানান, সকালে মুরগী ছাড়তে যান রফিকুল হাওলাদারের স্ত্রী শাহনাজ বেগম। খোপ খুলতে গিয়ে ভেতরে অজগর দেখে ভয়ে চিৎকার দিয়ে সরে যান। বিষয়টি গৃহকর্তা রফিকুলকে ফোন করে জানালে বেলা ১১টার দিকে গিয়ে ওই বাড়ির মুরগির খোপ থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে ওয়াইল্ড টিমের মাঠ সমন্বয়কারী আলম হাওলাদারের কাছে হস্তান্তর করা হয় অজগরটি। ওয়াইল্ড

 

টিমের মাঠ সমন্বয়কারী মো. আলম হাওলাদার জানান, ভিটিআরটির সদস্যরা অজগরটি উদ্ধার করে তার হাতে তুলে দেন। পরে সাপটি শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। অজগরটি রাতের কোনো এক সময় মুরগির খোপে ঢুকে সাতটি মুরগী

 

খেয়ে খোপেই অবস্থান করছিল। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান জানান, ওয়াইল্ড টিম ও ভিটিআরটি সদস্যরা অজগরটি উদ্ধার করে অফিসে নিয়ে আসেন। দুপুরে সেটি বনে অবমুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top