রাজস্থলী পাইন্দং পাড়া বাসিন্দা ক্যান্সারে আক্রান্ত ক্যসুইউ মারমার জীবন বাঁচাতে সকলের নিকট আকুল আবেদন

হারাধন কর্মকার রাজস্থলীঃ রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা গাইন্দ্যা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পাইন্দং পাড়ার বাসিন্দা ও দিন মজুর ক্যান্সারে আক্রান্ত ক্যসুইউ মারমা (৫৮) জীবন বাঁচাতে সকলের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।তার ছেলে দুই জন মেয়ে একজন সহ মানবতার জীবন জাপন করছে দীর্ঘ ১বছর ধরে। ক্যান্সারে আক্রান্ত ক্যসুইউ মারমার স্ত্রী মেচিংমা মারমা (৪৩) বলেন বাড়ির সকল সম্বল বিক্রি করে প্রায় ২লক্ষ টাকার মতো খরচ করে ফেলেছি স্বামীর চিকিৎসার জন্য। বর্তমানে একে বারে নিরুপায় হয়ে বসে আছি। ক্যান্সার আক্রান্ত ক্যসুইউ মারমার প্রথমে দাঁতের মাড়ি ফুলে গেলে কিছু টা ব্যথা অনুভব করেন।পরে দিন দিন মুখের একটি সাইটে মাংস বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ মতে উন্নত

চিকিৎসা নিতে পরে চিটাগাং হেলথ পয়েন্ট হসপিটাল লিঃ ভর্তি হয়ে চট্রগ্রামের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ আলী আসগর চৌধুরীর চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানান। ডাক্তারের পরামর্শ মতে কেমো থেরাপি আরো চার বার দিতে হবে এতে আরো ১ এক লক্ষ ৫০ হাজার টাকা লাগবে বলে জানান। তাই ক্যান্সার আক্রান্ত ক্যসুইউ মারমার জীবন বাঁচাতে সমাজের যারা বিত্তবান লোক আছে তাদের একটু একটু সহযোগিতায় নতুন করে জীবন বাঁচাতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তার পরিবার। সহযোগিতা পাঠাতে ক্যসুইউ মারমা মোবাইল নাম্বার ০১৮৫৩৯৭৫২৬৪ এবং বিকাশ পার্সোনাল নাম্বার ০১৮৯২৯৫৯৩৪০।
পিতাঃ মৃত অংফাউ মারমা,মাতাঃ মৃতঃ মাচিং মারমা,গ্ৰামঃ পাইন্দং পাড়া,২নং গাইন্দ্যা ইউনিয়ন, রাজস্থলী উপজেলা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top