দাকোপখুলনা প্রতি নিধি ঃ খুলনার দাকোপ উপজেলায় চালনা পৌরসভার যুবলীগ নেতা এ্যাপোলো মন্ডল (৩৫) এর দুরারোগ্য মরণ ব্যাধি কান্সাররে মৃত্যুতে খুলনা-১ আসনের সাবেক সাংসদ ননীগোপাল মন্ডল সহ নেতৃবৃন্দের শোকবিবৃতি প্রদান করাহয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টায় নিজবাসভননে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। এদিকে তার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি
দিয়েছেন খুলনা-১ আসনের সাবেক সাংসদ ননীগোপাল মন্ডল,আসিত বরণ সাহা,এ্যাডঃ জি এম কামরুজ্জামান, সঞ্জয় কুমার মোড়ল, ইউপিচেয়ারম্যান গাজী জালাল উদ্দীন, , সাবেক চেয়ার ম্যান সুধাংশু বৈদ্য, সমরেশ রায়, দেবপ্রসাদ গাইন, অধ্যক্ষ দিবাকর মন্ডল, সদস্য সমরেশ রায়,গোবিন্দ লাল রায়, শচীন্দ্র নাথ মন্ডল ,বিধানঘোষ,গাজী সরোয়ার হোসেন,অমিত সাহা, শাহাবুদ্দিন মোল্লা, স্বপনরায়,নিমাই মন্ডল, মিহির রায় ,দেবদাসরায়,পরিতোষ রায়,দিপংকরবৈদ্য,মুরারীমোহন
থান্দার, কমলেশ বাছাড়, ভবেন্দ্রনাথ মন্ডল, উমাশংকর রায়,প্রসেনজিৎ রায়,মুরারীমোহন থান্দার, এ্যাডঃ দেব প্রসাদ বৈদ্য,আধ্যাপক রঞ্জন রায়,অচিন্ত্য সাহা,অংগদ বাইন,বিশ্বজিৎ রায়, বিষ্ণু পদ মিস্তী,শিবেন্দ্রপ্রসাদরায়, দূর্গপদরায়,প্রভাষরায়, নিহার রায়,সুধাংশু বৈদ্য,সমরেশ রায়, তাপস হালদার,মলিনাজোয়াদার, জয়শ্রী রায়, অধ্যাপক অমুল্যবাছাড় ষুগোল ঘরসমী,, সুকৃতি রায়, সুরঞ্জন রায়,সমরবিশ্বাস, আশোক কুমার রায় কৃষ্ণ পদ গোলদার দেবান্দ মন্ডল মিলন মল্লিক, অনুপ বাকচী,প্রমুখ।