খুলনায় তারুণ্যের সমাবেশে মির্জা ফকরুল এখন দাবী শুধু একটায় শেখ হাসিনা সরকারের পদত্যাগ

সৈয়দ জাহিদুজ্জামানঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখন থেকে এক দফা এক দাবী। আর সেটা হলো শেখ হাসিনা সরকারের পদত্যাগ। কারণ শেখ হাসিনার অধিনে অবাধ, সুষ্ঠু, নিরোপেক্ষ ও অংশগ্রহণমুলক নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ। তাই তাকে নরোপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে পদত্যাগ করতে হবে।
তিনি আরো বলেন, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এই নির্বাচন কমিশন অবাধ ও নিরোপেক্ষ নির্বাচন উপহার দিতে ব্যর্থ হয়েছে। প্রার্থীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। হীরো আলম ঢাকায় নির্বাচন করতে গিয়ে

হামলার শিকার হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা দলীয় শ্লোগান দিতে দিতে হীরো আলমের উপর হামলা করেছে। তাকে নির্মমভাবে মারধর করেছে। নির্বাচন কমিশন তাকে প্রটেকশন দিতে পারে নি। এদের দ্বারা নির্বাচন পরিচালনা সম্ভব নয়। গত সোমবার বিকালে খুলনার সোনালী ব্যাংক চত্বরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজিত তারুণ্যের এ মহাসমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বদলাতে হবে। যারা অবাধ, সুষ্টু, নিরোপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালনার যোগ্য তাদের আনতে হবে। নতুন একটা নির্বাচনের মাধ্যমে নতুন পার্লামেন্ট গঠন করতে হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মহাসমাবেশে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম মনা, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর ইজাজ খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top