দাকোপে নির্বাহীঅফিসারের সাথে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়

দাকোপ খুলনা প্রতি নিধিঃ দাকোপ উপজেলার নবযোগদান কৃত নির্বাহীঅফিসারের সাখে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কলন্যান সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ই জুলাই সোমবার সাড়ে ১১ টায় দাকোপ উপজেলা নির্বাহীঅফিসারের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন খুলনা জেলা শাখার সভাপতি( অবঃ) প্রাপ্ত অতঃসচিব

বীর মুক্তিযোদ্ধা মোঃগাউস, সাধারণ সম্পাদক মল্লিক আশরাফ আলী, অবসরপ্রাপ্ত অরেন্ট অফিসার নুরমহাম্মদ গাজী, অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন কুমার রায়, কুমারেশ বিশ্বাস, জগদীশ চন্দ্র মন্ডল, এস এম এ রশিদ, সঞ্জয় কুমার সরকার, মোঃ হায়দার আলী শেখ,বিনয় কৃষ্ণ গাইন,মোহনলাল বিশ্বাস, নন্দ লাল বিশ্বাস, অমল কৃষ্ণ রায়, তারিনী কান্তি রায়, নিলিমা রানী রায়,অসীম কুমার রায়, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top