সাগর কুমার বাড়ৈই জেলা প্রতিনিধি খুলনাঃ বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা (রবিবার) দুপুরে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬২তম জনবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে খুলনার পাইকগাছা উপজেলায় তাঁর পৈত্রিক ভিটায় বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হবে। এর মধ্যে ২ আগস্ট সকাল ১০টায় প্রফুল্ল চন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পন করা হবে। এছাড়া পি সি রায়ের জীবন ও কর্মের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শণ, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, পাইকগাছা উপজেলার নির্বাহী অফিসার মমতাজ বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওহিদুল আলম, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।