সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে যুব সমাজকে মাদকাসক্ত প্রবনতা থেকে দূরে রাখার লক্ষ্যে এক ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনীটিলা মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল ম্যাচ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আবু সাদাত লাহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোম্পানিগজ্ঞ উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া। ইউপি সদস্য শফিক আলীর সভাপতিত্বে ও আব্দুল হকের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন,
ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ইন্তাজ আলী, ইউপি সদস্য ময়না মিয়া, প্রধান শিক্ষক কামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য স্বপন কুমার সিংহ, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিলন সিংহ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক নিরঞ্জন সিংহ, আওয়ামীলীগ নেতা ব্রজেন্দ্র সিংহ প্রমুখ। স্থানীয়দের এক দাবীর প্রেক্ষিতে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু সাদাত লাহিন বলেন, খেলাধুলা করার অনুপযুক্ত ধনীটিলার এ মাঠটি সংস্কার
ও প্রশস্তকরনে তিনি সাধ্যমত ব্যবস্থা নেবেন। স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে এ বিষয়টি অবগত করে স্থানীয়দের এ দাবী পুরনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। এর আগে তিনি ইউনিয়নের সাবেক মেম্বার ছড়ারপাড় গ্রামের বাসিন্দা, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সুনু মিয়ার পুত্র, সম্প্রতি সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত শাখাওয়াত হোসেন ইফতির কবর জিয়ারত করেন এবং নিহতের পরিবারের সাথে কিছুক্ষণ অবস্থান করে শোকাহত পরিবারকে শান্তনা দেন। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ আহমদ উপস্থিত ছিলেন।