রিপোর্টারঃ মনজুরুল ইসলামঃ সৌদি আরবে ফার্নিচারের কারখানায় কাজ করা নাটোরের ওবাইদুলের বাড়ীতে চলছে শোকের মাতম। নিহত ওবাইদুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত দবির উদ্দিন প্রামানিকের ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানান, সংসারের অভাব আর কষ্ট দুর করতে দেশ ছেড়ে চলে যায় সৌদি আরবে। সেখানকার দামুদা শহরের একটি ফার্নিচার কারখানায় কাজ শুরু করে
ওবাইদুল। সাত ভাই ও চার বোনের মধ্যে ওবাইদুল সবার ছোট। গত কয়েকদিন আগেও সে তার মায়ের সাথে মোবাইল ফোনে কথা বলে জানিয়েছে সে এখন ভালো আছে। বিভিন্ন জনের থেকে টাকা ধার করে সে সৌদিতে গিয়ে অনেক কষ্ট করেছে। সেখানে শ্রমিকের কাজ করে সে দেশের সবার পাওনা টাকা পরিশোধ করেছে। এখন সে একটু সুখের মুখ দেখেছিল। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। আজ সকালে মোবাইল ফোনের মাধ্যমে ওবাইদুলের মৃত্যুর খবর পান তারা।