রূপসায় নিজ জমিতে ঘর করতে গেলে মারপিটের স্বীকার:হাসপাতালে ভর্তি- ৩

মোল্লা জাহাঙ্গীর আলম খুলনাঃ খুলনা জেলা এর রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামে নিজ জমিতে ঘর করতে গেলে মারপিটের স্বীকার হয়ে ৩”জন হাসপাতালে ভর্তি। এলাকাবাসী ও ভুক্তভোগীসূত্রে জানা গেছে,রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের জনাব আলী শেখ এক ছেলে তাছির ও ছয় মেয়ে রেখে মারা যান।মৃত্যুর পর ইলাইপুর মৌজার ২৪৯ নং খতিয়ানের ৯৩ নং দাগে তার ৬৫ শতক জমির মালিক হন তার ওয়ারেশগণ। বাটোয়ারা মোতাবেক ওয়ারেশ হিসেবে ছেলে তাছির উদ্দীন ৬৫ শতক জমির মধ্যে ১৬.২৫ শতক জমির মালিক হলেও ৬ মেয়ের অংশসহ পুরো সম্পত্তি দখলে রাখার চেষ্টা করে পুত্রবধূ

সেতারা। এদিকে জনাব আলীর ৩য় কণ্যা জাহানারা বেগমের মৃত্যুর পর তার অংশের ৬.১৮ শতক জমি স্বামী আব্দুল হাকিম, ছেলে জাকির হোসেন বাবুসহ তার ওয়ারেশরা নৈহাটী গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেন মুন্নার ছেলে ইসমাইল হোসেন এর নিকট বিক্রি করে দেন।
এছাড়া চলতি বছরের জনাব আলীর কণ্যা খাদিজা খাতুনের অংশের ৬.২৫ শতক জমিও ক্রয় করেন। একই দিন জনাব আলীর জেষ্ঠ কণ্যা ফাতেমা বেগমের অংশের ৬.২৫ শতক জমি ক্রয় করেন ইলাইপুর গ্রামের মৃত জহুরুল হক এর ছেলে মোঃ আমিরূল হক।

জমি ক্রয়ের পর নিজ নিজ নামে মিউটেশন, খাজনা ও তামিল করেন। আমিরুল গং জমিতে যেতে চাইলে ফাতেমার ভাই তাসির উদ্দিনের স্ত্রী ছেতারা বেগম মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করার হুমকি দিয়ে আসছে। আজ ১৫ জুলাই শনিবার সকালে বাবু তার ক্রয়কৃত জমিতে গেলে সেতোরা তার লোকজন নিয়ে তাদের উপর হামলা করে আহত করে। আহতরা হলেন মনা শেখ, রসুল শেখ ও হিরা বেগম। আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিশর্দন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top