বিশ্ব যুব দক্ষতা দিবসের আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার মৈত্র যুব তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের মাধ্যমে খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিশেষ ভুমিকা পালন করছে

received_2184864148565488.jpeg

খানজাহান আলী থানা প্রতিনিধিঃ বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৩ উপলক্ষে খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে। দিবসটি উৎযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, শ্রেষ্ট শিক্ষকদের সম্মাননা প্রদানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসুচি গ্রহণ করে প্রতিষ্ঠানটি। গতকাল ১৫ জুলাই শনিবার সকাল পৌনে ১০টায় বেলুন উড়িয়ে বিশ্ব যুব দক্ষতা দিবস-২৩ এর উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র। পরে অতিথিবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক. কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষণার্থীসহ অন্যান্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিশ্ব যুব দক্ষতা দিবসের বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি ক্যাম্পাস হয়ে কুয়েট রোর্ডের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড নিয়ে প্রশিক্ষণার্থীরা র‌্যালীতে অংশগ্রহণ করেন। সকাল ১১টায় প্রতিষ্ঠানের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অর্থ মন্ত্রাণালয়ের অর্থ

বিভাগের সেইপ প্রকল্পের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘‘ দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নাই, সম্ভাবনাময় ভবিষ্যৎ বিনির্মানে যুবশক্তির দক্ষতা উন্নয়নে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সরকার অদক্ষ জনশক্তি বা বেকার যুবক যুবতীদের দক্ষ করে তুলছে। যুব তরুণ তরুণীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের মাধ্যেমে এই প্রতিষ্ঠানটি বিশেষ ভুমিকা রাখছে ।’’ খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান হিসাব রক্ষক শাহিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যোগিপোল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী শহিদুূল ইসলাম পিটো। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তা করেন জেনারেল

শিক্ষক বাবুল আক্তার। বক্তৃতা করেন প্রতিষ্ঠানের চীফ ইন্সেট্রেক্টর এম এ বাকি, মো. রুস্তম আলী, নিখিল কুমার সরকার, প্রশিক্ষক প্রদীপ কুমার সরকার, ফকিরপাড়া জামে মসজিদের ইমাম মাও. নেছারউদ্দিন আহমেদ, প্রশিক্ষণার্থী সবুজ কুমার মুন্ড,নুসরাত পারভীন পপি, রবিবউল ইসলামম রবি। আলোচনা সভায় বিশ্ব যুব দক্ষতা দিবস-২৩ উপলক্ষে প্রতিষ্ঠানের সিনিয়র ইন্সেট্রেক্টর নিশীত কুমার রায় এবং জয়দ্রত ইজারদারকে শ্রেষ্ট প্রশিক্ষক হিসাবে সম্মাননা কেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। আলোচনা সভায় প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশিক্ষণার্থী, সুধি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিল। বিকালে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণের গুরুত্বের বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top