রব্বানী বিশ্বাস, খুলনা :::: চলবো মোরা একসাথে , জয় করবো মানবতাকে স্লোগানকে সামনে রেখে ডুমুরিয়া উপজেলার ৩নং রুদাঘরায় বারের পুকুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। (১৭ জুলাই) শনিবার সকালে ” মানবতার সেবা ও রক্ত দান গ্রুপ রুদাঘরা ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করে। বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণযের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী
পরিচালক ও সাতক্ষীরা জেলা কনসার্টেন্ট ডাঃ বি,এম দীন মোহাম্মদ খোকা ও ক্যাম্পিং উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ৩নং রুদাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী তৌহিদ আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩নং রুদাঘরা ইউনিয়ন আওয়ামীলীগের ১নং ওয়ার্ডে সভাপতি নজরুল ইসলাম মিজান। এতে সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক, মধুগ্রাম ইসলামিয়া আলিয়া মাদ্রাসা মোঃ হান্নান গোলদার।
রক্তের গ্রুপ জানতে এসে ইমা খাতুন বলেন,এসে রক্তের গ্রুপ পরীক্ষা করলাম। প্রথমে ভয় পেয়েছিলাম,এখন থেকে প্রয়োজন পড়লে মানুষকে রক্ত দিতে পারব। ক্যাম্পিং এর সার্বিক তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবীদের দায়িত্ব পালন করেন, ইকরামুল ইসলাম, সোহান ফকির, বিল্লাল গাজী, মোঃ আবু সাঈদ, তপুসহ প্রমুখ।