পার্বতীপুরে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ শাহাদাৎ বার্ষিকী পালিত

 মামুনুর রশিদ মামুন , দিনাজপুর ::: দিনাজপুরের পাবতীপুর জাতীয় পার্টির উদ্যোগে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এর চতুর্থ তম মৃতবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকাল ১০ টায় পার্বতীপুরস্থ জাতীয় পার্টি কার্যালয় হুসেইন মুহম্মদ এরশাদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। দোয়া-খায়েরে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ’র বিদেহী আত্নার মাগফেরাত কামনা করা

 

হয়। শেষে স্মরণ সভায় বক্তারা জাতীয় পার্টির রাষ্ট্র পরিচালনা কালে তার উন্নয়নমূখী নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। পার্বতীপুর উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আনসারুল আজাদ এর সভাপতিত্বে: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও পার্বতীপুর উপজেলা শাখার জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ

 

ওয়াজুল হক যুগ্ম সাধারণ সম্পাদক রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটি। আব্দুর রাজ্জাক আইন বিষয়ক সম্পাদক রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটি ও সভাপতি উপজেলা রেলওয়ে জাতীয় পার্টি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ আরো অনেক। সংক্ষিপ্ত আকারে জাতীয় পার্টির সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ’র শাসন আমল, ১৯৮২ সালের ২৪ মার্চ

 

রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন, হুসাইন মুহম্মদ এরশাদ। দীর্ঘ নয় বছর দেশ পরিচালনা শেষে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করেন তিনি। দীর্ঘ নয়বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাবেক এ রাস্ট্র নায়ক। জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ ২০১৯ সালের এই দিনে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top