শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টার:::বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ড দল আভাস নিয়ে এলো পঞ্চম গান ক্যামেরা। গানের কথা লিখেছেন তানজিব তুহিন সুর ও সঙ্গীতায়োজন করেছেন ব্যান্ডের সদস্যরা সোমবার রাতে ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম চ্যানেল ও ওয়েবসাইটে গানটি প্রকাশিত হয় ২০১৮ সালে প্রকাশ পায় ব্যান্ডের প্রথম গান মানুষ দ্বিতীয় আভাস তৃতীয় বাস্তব চতুর্থ অনাথ এবং
পঞ্চম গান ক্যামেরা আভাস ব্যান্ডের ভোকাল তানজিব তুহিন বলেন সবাই এখন সমস্যার কথা বলছি কিন্তু সমাধানের পথ কেউ দিতে পারছি না নিজেরাই নিজেদের পথ আটকে রাখছি সবাই একরকম সেপ সাইটে চলে যাচ্ছি আমরাই এখন পরিচালক নায়ক নায়িকা পারফর্মার কিন্তু দর্শক নেই সাধারণ বলে এখন আর কেউ নেই সবাই অসাধারণ হয়ে উঠছি এতে আসলে লাভ হচ্ছে না আমাদের নতুন গানে সেই ব্যাপারগুলো
উঠে এসেছে কথায় কথায় তানজিব তুহিন বলেন আমাদের সবার হাতে এখন ক্যামেরা এই ক্যামেরাগুলো আমাদের সবাইকে একাকী করে তুলেছে আরেকজনের ক্যামেরায় তথ্য পাচ্ছি আমার ক্যামেরার তথ্য অন্যজন পাচ্ছে অন্যরকম একটা অভ্যস্ত তাই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা এই গানে। আভাস ব্যান্ডের সদস্যরা হলেন ভোকাল তানজিব তুহিন বেজ, রাজু শেখ ,ড্রামস, রিংকু ইমাম, কিবোর্ড, আরাফাত শাওন, লিড গিটারে ,অন্তু দাশ ও নাইম মোর্শেদ।