প্রেমিককে কৌশলে বাড়িতে ডেকে পিটিয়ে হত্যা গ্রেফতার-১

মামুনুর রশিদ মামুন, দিনাজপুরঃ দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে ইউনুস আলী নামে এক যুবককে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি আইয়ুব আলী নামে একজনকে গ্রেফতার করেছে। ১১ জুলাই মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে, সোমবার দিনশেষে গভীর রাতে পার্বতীপুর মডেল থানা পুলিশ এবং র‍্যাবের যৌথ অভিযানে ঢাকার শেরে বাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন।
আইয়ুব আলী হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি।
ঘটনার পর থেকে আসামি আত্মগোপনে ছিলেন গ্রেফতারকৃত আইয়ুব আলী!

এজাহার সূত্রে জানা যায় পার্বতীপুর উপজেলা মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে আইয়ুব আলী। প্রশাসন সূত্রে বিস্তারিত জানা যায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হয়বৎপুর গ্রামের এক মেয়ের সঙ্গে একই গ্রামের প্রতিবেশী ইউনুস আলীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের বিষয়টি মেয়ের পরিবার একপর্যায়ে জানতে পারলে ছয় মাস আগে মেয়ের পরিবার অন্য ছেলের সঙ্গে বিয়ে দেয়। বিয়ে হওয়ার পরেও আগের প্রেমিকের সঙ্গে মেয়ের প্রেম ভালোবাসা গোপনে করছিলেন !এরই ধারাবাহিকতায় গত ১৬ জুন রাত ১১টার দিকে এই মেয়ের পরিবার কৌশলে ইউনুস আলীকে তাদের বাড়িতে ডেকে নিয়ে হত্যা করেছেন । পরের দিন মেয়ের চাচার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ছেলের বাবা মাহাবুর রহমান বাদী হয়ে আনুমানিক ১৪ জনের নাম উল্লেখ করে দিনাজপুর জেলার পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় মামলার তদন্তকারী কর্মকর্তা পার্বতীপুর মডেল থানার এস আই মৃগেন্দ্র নাথ রায় ও র‍্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, দিনাজপুর এবং র‍্যাব-২, সিপিসি-২(বসিলা মোহাম্মদপুর) এর যৌথ গোপন অভিযানে আইয়ুব আলীকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর সোমবার রাতে আসামি আইয়ুব আলীকে পার্বতীপুর মডেল থানায় র‍্যাব হস্তান্তর করেছেন। দিনাজপুর জেলা পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আইয়ুব আলী এজাহারভুক্ত ছয় নং আসামি। মঙ্গলবার আসামি আইয়ুব আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top