দাকোপ খুলনা প্রতিনিধিঃ খুলনার দাকোপ উপজেলার কৈলাশ গঞ্জ ইউনিয়নে ধোপাদী মধ্যপাড়া এলাকা থেকে সীমানা পিলার ব্যবসায়িক চক্রের মুলহোতা আটক। পর ৩ জন ঘটনার সাথে জড়িত সক্রিয় সদস্য পালিয়ে গেলেও থানায় একটি মামলা দায়ের হয়েছে। দাকোপ থানা পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে কৈলাশ গঞ্জ ইউনিয়নে ধোপাদী গ্রামে আবু তালেব গাজীর
পুত্র রশিদ গাজী (৪৮), হালিম শেখের পুত্র আল আমীন শেখ (৩০), মৃত বনমালী মন্ডলের পুত্র আসীম মন্ডল (৩৫), মৃত অন্তত মন্ডলের পুত্র কিরন মন্ডল (২৩) ও পাশ্ববর্তী বটিয়াঘাটা উপজেলা বিরাট গ্রামের খালেক গাজীর পুত্র রফিকুল গাজী নামে সংঘবদ্ধ সীমানা পিলার চক্রের দল আলামীন শেখের বাড়ীতেই সীমানা পিলার কেনা বেঁচা করছে। এমন গোপন সংবাদ পেয়ে দাকোপ থানার এস আই বিজয় কৃষ্ণ কর্মকার,
আজমীর হোসেন, এর নেতৃত্বে সঙ্গী পুলিশ ফোর্স মোল্লা নাইমুর, রফিকুল, ইসমাইল ইসলামের সহযোগীতায় ঐ রাতেই অভিযান চালিয়ে ঘটনা স্হল হতে সীমানা পিলার সহ রশিদ গাজীকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর কয় জন পালিয়ে যায়। পরবর্তীতে রশিদ
গাজীকে থানায় এনে জিজ্ঞাস বাদে সে দীর্ঘ দিন ধরে এই চক্রের সাথে ব্যাবসা করে আসছে বলে জানায়। এব্যাপারে দাকোপ থানা ৪২০/৪০৬ ধারায় একটি মামলা দায়ে হয়েছে। যাহার নং -১০. এ ব্যাপারেদাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দক্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন থানায় মামলা হয়েছে আসামী দের বিরুদ্ধে। আটক আসামী রশিদ গাজীকে জেল হাজতে পাঠানো হয়েছে