সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকে ::: খুলনা অঞ্চলের পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি শেখ তারেকের বোনের বাড়িতে গত ০৭/০৭/২০২৩ তারিখে একটা নির্বিশ বেত আঁচড়া সাপ ঢুকে পড়লে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে শেখ তারেক সাপটিকে উদ্ধার করেন। উদ্ধারকৃত নির্বিশ বেত আঁচড়া সাপটি প্রকৃতিতে অবমুক্ত করা হয়। অবমুক্ত করেন আলোর মিছিল কেন্দ্রীয়
কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক বি এম হাবিব ও বন্যপ্রাণী উদ্ধারকারী টিমের প্রধান ও আলোর মিছিলের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান এবং দিঘলিয়া উপজেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মফিজুল মিনা। বন্যপ্রাণী বিষয়ক যেকোনো প্রয়োজনে বন বিভাগ, ৯৯৯ অথবা খুলনা অঞ্চলের পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের সাথে যোগাযোগ করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। বন্যপ্রাণী উদ্ধারে –
+880 1409-314594, 01647-231252 এদুটি নম্বরে যোগাযোগের জন্য সংগঠনের পক্ষ থেকে সকলের প্রতি বিশেষভাবে অনুরোধে করা হয়েছে। আলোর মিছিলের আহ্বান পরিবেশের ক্ষতি আর পরিবেশকে সুন্দর করি নিজে সুন্দরভাবে বাঁচি অপরকে বাঁচতে সাহায্য করি। উল্লেখ্য
যে, খুলনা অঞ্চলের পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল ২০১৪ সাল থেকে পরিবেশ, জলবায়ু, নদী,খাল দখলমুক্ত-দূষণমুক্ত এবং বন্যপ্রাণীকে নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার বিষয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একাজে সমাজের সকলে স্বঅনুপ্রাণিত হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আলোর মিছিলের নেতৃবৃন্দ।