পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী লক্ষীখোলা কলেজিয়েট স্কুলের পতিত জায়গায় বৃক্ষ রোপনের লক্ষ্যে লোনাপানি ও পরিবেশ সহনশীল গোলের চারা রোপন করেন লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুরজ্জামান তুহিন।সোমবার সকালে উল্লেখ্য ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের পতিত জায়গায় সুদৃশ্য ও মনোরম বনায়ন সৃষ্টির লক্ষ্যে ইউপি চেয়ারম্যান কে
এম আরিফুরজ্জামান তুহিন এর নিজস্ব উদ্যোগে গোলের বীজ সংরক্ষণ করে অঙ্কুরোদ্গম করার ব্যবস্থা করেন এবং সফলভাবে অঙ্কুরোদ্গম শেষে আজ চারাগুলো কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব কে এম মেসবাহুল হক, মাধ্যমিক সেকশনের প্রধান শিক্ষক তাপস কুমার সরকার ও গ্রন্থগারিক আবুল হাসান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি।