হৃদয় মজুমদার পিরোজপুর ::: মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দরা পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুর রহমান ও পিরোজপুরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ শফিউর রহমানএর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। ১০ জুলাই সোমবার সকাল ১০ সময় নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কার্যালয়ে ও পিরোজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে
গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, পিরোজপুর জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসককে এবং পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভা) শ্রী অসীম কুমার মজুমদার, পিরোজপুর জেলা হিন্দু মহাজোটের নবনির্বাচিত সভাপতি ডঃ অরবিন্দ রায়, সাধারন
সম্পাদক শ্রী সুপতি হালদার চঞ্চল, সহ সভাপতি গৌর নারায়ন রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্রী অভিজিৎ মন্ডল, সহ সভাপতি দিপশিখা দাস, যগ্ন সাধারন সম্পাদক এ্যাড. মানস কুমার বৈরাগী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড বিনয় ঢালী, এ্যাড সুবেন হালদারসহ জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।