পার্বতীপুরে অনিয়ম-দূর্নীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে এলাকাবাসীর অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

মামুনুর রশিদ মামুন, দিনাজপুরঃ দিনাজপুরের পার্বতীপুরের বেলাইচন্ডী ইউপির গোপালগঞ্জ বাজারে ১০জুলাই (সোমবার)সকাল ১১টায় অত্র এলাকাবাসীর আয়োজনে আজিজার সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কর্তৃক সীমাহীন অনিয়ম- দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে এক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে অংশ নেন এলাকার সুধীজন, অভিভাবক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ। ঘন্টা ব্যাপী এই অবস্থান কর্মসূচিতে বক্তারা

বলেন,সম্প্রতি অনিয়ম তান্ত্রিকভাবে মোটা অংকের অর্থের বিনিময়ে অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।এত বড় একটি পদে নিয়োগ দেয়া হয়েছে এলাকার কেউ জানেই না।এছাড়াও প্রতিষ্ঠানটিতে পড়ালেখার মান নিম্নগামী।শিক্ষার্থীর হার আশঙ্কাজনক হারে কমে গেছে।এখানে ২০জন শিক্ষার্থীকে পড়াচ্ছেন ১০জন শিক্ষক। সেই প্রধান শিক্ষকের কাছে জানতে চাওয়া হয় আপনি কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে

আবেদন করেছেন?তিনি বলেন,আমি জানিই না,কোন পত্রিকায় অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসময় অত্র প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে নিয়োগ বঞ্চিতরা প্রতিষ্ঠানটির সভাপতি আলিকুজ্জামান সমুর বিভিন্ন নিয়োগ বাণিজ্য ও অনিয়ম-দূর্নীতির তথ্য তুলে ধরেন। বক্তব্য রাখেন-মানিক চন্দ্র,মুক্তিযোদ্ধা আমিনুল হক সরকার সহ সুধীজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top