ফিফার বরাদ্দকৃত অর্থের তদন্তের উপর স্থিতাবস্থার আদেশ

নিজস্ব প্রতিনিধিঃ  বিগত ১৫.০৫.২০২৩ইং তারিখে মহামান্য হাইকোর্ট ডিভিশন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, বাংলাদেশ ব্যাংক এবং দুদক সহ অন্যান্য সংস্থাকে ফিফা এবং সরকারের বরাদ্দকৃত অর্থের উপর তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ প্রদান করেন। এখানে উল্লেখ্য যে,মহামান্য হাইকোর্ট কোন ব্যাক্তির উপর দূর্নীতি অনুসন্ধানের আদেশ প্রদান করেনি। উপরোক্ত আদেশের বিরুদ্ধে বাংলাদেশ ফুটবল

 

ফেডারেশন এর পক্ষে  কাজী মোহাম্মদ সালাহউদ্দীন (সভাপতি) এবং  আব্দুস সালাম মূর্শেদী,এমপি (জ্যেষ্ঠ সহ-সভাপতি) মহামান্য চেম্বার জাজ আদালতে একটি আপীল দায়ের করেন। উক্ত আপীল শুনাণীর দিন কাজী মোহাম্মদ সালাহউদ্দীন তার নাম প্রত্যাহার করে নেওয়ায়  আব্দুস সালাম মূর্শেদী বাফুফের পক্ষে আপীল পরিচালনা করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে সকল পক্ষদয়ের শুনানী অন্তে মহামান্য চেম্বার জাজ

 

আদালত গত ২৫.০৬.২০২৩ইং তারিখে ফিফার বরাদ্দকৃত অর্থের তদন্তের উপর স্থিতাবস্থার আদেশ প্রদান করেন।  আজ ০৯.০৭.২০২৩ইং তারিখে মহামান্য আপীলেট ডিভিশন উভয় পক্ষের শুনানী অন্তে ফিফার বরাদ্দকৃত অর্থের তদন্তের উপর স্থিতাবস্থার আদেশ বর্ধিত করেন। উক্ত আদেশের কারনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফিফা কর্তৃক বাফুফের নিকট বরাদ্দকৃত অর্থের উপর কোন তদন্ত করা থেকে বিরত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top