দাকোপে কামিবাসিয়া কার্পেটিং রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ

 দাকোপ খুলনা প্রতি নিধি ঃ খুলনার দাকোপে তিলডাংগা ইউনিয়নে পুলিশ ক্যাম্পের সামনে হতে ক্ষিতিশ গোলদরের বাড়ী পর্যন্ত কারপেটিং রাস্তায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে নিমান করার অভিযোগ উঠেছে। এ রাস্তা নিম্নমানে ঠিকাদারী প্রতিষ্ঠান দীর্ঘ দিন(৫/৬বছর) কাজ না, আশিংক কাজ করে ফেলে রাখার কারনে এলাকার সাধারণ মানুষের চলাচলের বিঘ্ন ঘটছে। সরে জমিনে যেয়ে

 

জানাযায়, স্হানীয় ৫ নং ওয়াডের ইউপি সদস্য ক্ষিতিশ গোলদার এ প্রতিবেদক কে বলেন ২০০৯ সালে প্রবল ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কারণে দাকোপ উপজেলায় তিলডাংগা ইউনিয়নের বিশেষ করে কামিনী বাসিয়া গ্রামের রাস্তা ঘাট ভেঙে ভিতরে পানি প্রবেশ করে ঘরবাড়ী তলিয়ে যায়। সেখান থেকেই প্রতিদিন পুলিশ ক্যাম্পে বিভিন্ন কাজনিয়ে আসা মানুষ সহ এলাকাবাসী এ রাস্তাটি দিয়ে হাটাচলাকরে এবং উপজেলা

 

সদরে আসাযাওয়া করে । এ কারনে এলাকার একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে মেসার্স জিয়ারুল ট্রেডার্স কাজটি শুরু করে ৫/৬ বছর হলেও এখনো পযন্ত কাজটি শেষ করতে পারিনি। এছাড়াও আমি এলাকার জনসাধারণের পক্ষে বেশ কয়েক বার ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক কে জানানোর পর সে আমাকে এই কাজশুরু করছি, কাল কাজ শুরু করছি বলে দিনের পর দিন অতিবাহিত

 

করে আসছে। আমরা এলাকাবাসী দ্রুত কাজ শুরকারার জন্য সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে জিয়ারুল ট্রেডার্স এর মালিকের সাথে কথা হলে তিনি বললেন, করোনার কারনে এলাকায় কাজ বন্ধ ছিল। তাড়াতাড়ি কাজ শুরু করবো। উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা হলে তিনি বললেন আমি জয়েন্ট করে রাস্তায় গেছি এবং ঠিকাদারকে কাজশুরু করতে বলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top