ঝালকাঠি জেলা কারাগারে হাজতির মৃত্যু

 রিপোর্ট : ইমাম বিমান :::: ঝালকাঠি জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। ০৮ জুলাই সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটের সময় ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এ বিষয় ঝালকাঠি জেলা কারাগারের জেলার জানান, আজ সকাল আনুমানিক ৭টা ১০ ঘটিকার সময় কারা অভ্যন্তরে  রফিকুল ইসলাম ওরফে বিপ্লবের বুকে ব্যথা অনুভব হলে

 

তাৎক্ষণিকভাবে কারা হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি ঘটলে সহকারী সার্জনের পরামর্শ অনুযায়ী তাকে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে ঝালকাঠি সদর থানার মামলা ছিলো যাহার নং: ২০ গত ২৪ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিঃ তারিখে আটককৃত আসামি ছিলেন। জেলা কারাগারে  রফিকুল ইসলাম বিপ্লব এর হাজতি নং: ২৩৫/২৩।  রফিকুল

 

ইসলাম বিপ্লব ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মৌলভীডাঙ্গা গ্রামের মৃত নূর ইসলাম বেপারীর ছেলে। এ বিষয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ ও জেল কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অনুসরণ করে লাশ পরিবারের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top