রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

নয়ন দাস,কুড়িগ্রামঃ কুড়িগ্রাম জেলার রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় তাহসিন জামান (১৫) নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গী জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহসিন জামান উপজেলার সদর ইউনিয়নের চর রাজিবপুর বটতলা গ্রামের প্রভাষক মনিরুজ্জামান মিলনের ছেলে। সে রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির

শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ঘোরাঘুরি করছিলেন তাহসিন। এসময় মোটরসাইকেলের চাকার নিচে গোলাকার বিচ পড়লে পাকা সড়কে পড়ে যায় সে। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, নিজের মোটরসাইকেলে দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top