বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী স্বপ্নচাষ সমন্বিত কৃষি সমবায় সমিতি লিমিটেড (স্বপ্নচাষ সসস) এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাগমারার ভবানীগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু কমপ্লেক্সে সকাল ১০টায় রাজশাহী স্বপ্নচাষ সমন্বিত কৃষি সমবায় সমিতি লিঃ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সাধারণ সভায় রাজশাহী স্বপ্নচাষ সমন্বিত কৃষি সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজিউর রহমানের সভাপতিত্বে ও (সমিতির প্রতিষ্ঠাতা)সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উক্ত সমবায় সমিতির সহ- সভাপতি মুনছের আলী,কোষাধ্যক্ষ মোঃ নওশাদ আলী,যুগ্ম সম্পাদক শ্রী সুমন, কার্যকরী কমিটির সদস্য এস,এম আখতারুজ্জামান গোলাপ, লুতফর রহমান সহ সমিতির অধিকাংশ সাধারণ সদস্যবৃন্দ। উল্লেখ্য সমবায় সমিতির সদস্য মোঃ রাকিব উদ্দিন, পিতা মোঃ নমির উদ্দিন,গ্রামঃ কার্তিকপাড়া জেলাঃ রাজশাহী কে নানা ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে সর্বসম্মতিক্রমে বহিষ্কার করা হয়েছে।