জমে উঠেছে বেনাপোল পৌরসভা নির্বাচনী প্রচারণা

 ইকরামুল ইসলাম বেনাপোল ::: বেনাপোল পৌরসভা নির্বাচনে প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় নেমে পড়েছেন ৩ মেয়র প্রার্থী সহ ৬৫ জন প্রার্থী। পোস্টারে ছেয়ে গেছে গোটা বেনাপোল পৌর এলাকা। এসময় নানান প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এদিকে ইভিএম এর মাধ্যমে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৭

 

জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বেনাপোল পৌরসভা নির্বাচন। এবারের নির্বাচনে মেয়র পদে ৩ জনসহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনে সাধারণ ভোটাররা এলাকার উন্নয়নের জন্য যোগ্য প্রার্থী বেছে নিতে চান। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে গোটা নির্বাচনী এলাকা। ৩ মেয়র প্রার্থী সহ সাধারণ কাউন্সিলর প্রার্থীদের পাশাপাশি সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের দারে দারে

 

গিয়ে তাদেরকে ভোট দেওয়ার আহবান জানাচ্ছেন। এদিকে নৌকা প্রতীক পাওয়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসির উদ্দীন প্রতিদন্দিতা করবেন দুই স্বতন্ত্র মেয়র প্রার্থীর সাথে। দীর্ঘদিন পর পৌরসভা নির্বাচন হওয়ায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হচ্ছে বলে জানান প্রার্থীরা। সেই সাথে জয়ের বিষয়েও আশাবাদী তারা। মেয়র প্রার্থী (স্বতন্ত্র) মফিজুর রহমান সজন বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডে ঘুরে বেড়িয়েছি। প্রচুর

 

পরিমাণ সমর্থন পেয়েছি। আশা করছি মেয়র হিসেবে আমি নির্বাচিত হবো। মেয়র প্রার্থী নাসির উদ্দীন (নৌকা) প্রতীক বলেন, এই প্রথম ইভিএম এর মাধ্যমে পৌরসভা নির্বাচন হচ্ছে। ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। দলীয় প্রতীক নিয়ে মাঠে নেমেছি আশা করছি নৌকা বিজয় করতে মানুষ শতস্ফুর্ত ভাবে ভোট প্রদানে অংশগ্রহণ করবে। এবারের বেনাপোল পৌরসভা নির্বাচনে ১২ টি কেন্দ্রে

 

ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ নির্বাচনের সর্বশেষ প্রস্তুতির বিষয় জানান উপজেলা রিটার্নিং কর্মকর্তা। সহকারি রিটার্নিং অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, বেনাপোল পৌরসভা নির্বাচনে ৩০ হাজার ৩শ ৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৫ হাজার ৪৪ জন এবং মহিলা ভোটার রয়েছে ১৫ হাজার ৩শ ৪১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top