বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকায় অভিযান চালিয়ে চার ক্লিনিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৪ জুলাই মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম এর নেতৃত্বে ফাতেমা ক্লিনিকে ৫০ হাজার, রোকেয়া জেনারেল হসপিটালে ৩০ হাজার, নিউ মডেল ক্লিনিকে ৩০ হাজার ও হেলথ কেয়ার ক্লিনিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল
ইসলাম বলেন, লাইসেন্স নবায়ন না থাকা, সার্বক্ষণিক ডাক্তার না থাকা, অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা, অপারেশন থিয়েটার ও প্যাথলজি অপরিষ্কার থাকার দায়ে ওই চার ক্লিনিকের মালিকদের অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, মেডিকেল এক্সপার্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী হেলাল উদ্দিন।