মনজুর হোসেন,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ মৌলভীবাজার ব্লাড ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।উক্ত অনুষ্ঠানে সেরা রক্তদাতা,সেরা সেচ্ছাসেবী ও অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। “মুমূর্ষু রোগীর প্রাণের টানে এগিয়ে আসুন রক্ত দানে “এই স্লোগান কে সামনে রেখে চলছে রক্ত দান ও সদস্য সংগ্রহের কাজ। গত ২রা জুলাই বিকেল তিনটায় রামগতি
সৈয়দ মৌলভীবাজার ডাঃহামিদ উদ্দিন ফেরদাউস নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় সৈয়দ মৌলভীবাজার ব্লাড ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।রামগতির কৃতি সন্তান নোয়াখালী সরকারি কলেজের ইংরেজি বিভাগের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী মোঃ জাবের হোসাইন প্রতিষ্ঠাতা সভাপতি এবং সৈয়দ মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আলামিন হোসেন সজিব মানব সেবার
এক দৃষ্টান্ত স্থাপন করে গড়ে তুলেন সৈয়দ মৌলভী বাজার ব্লাড ফাউন্ডেশন।তাদের এই মানবিক সংগঠনটিব বৃহত্তর রামগতির সর্ববৃহৎ মানবিক সংগঠন হিসেবে পরিচিত লাভ করেছে।আর এই মানবিক সংগঠনের স্লোগান ” মুমূর্ষু রোগীর প্রানের টানে, এগিয়ে আসুন রক্ত দানে”। এই স্লোগান কে সামনে রেখে গতবছর থেকে চলছে ব্লাড গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহের কাজ।এই মানবিক সংগঠনটি সারা বছর ব্যাপী ৩টি ফ্রী
ক্যাম্পেইন করে প্রায় ৫ শতাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয়,রক্ত দান কর্মসূচি ও বিভিন্ন রকম সহযোগিতা করে আসছে। এই সময় প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এক প্রশ্নের জবাবে অভিযান টেলিভিশন’কে বলেন আমরা নিজ উদ্যোগে সৈয়দ মৌলভী বাজার ব্লাড ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি।সমাজের গরিব অসহায় মানুষ অর্থের অভাবে কেউবা রক্তে অভাবে বিভিন্ন রোগে শত শত মানুষ মৃত্যু বরণ করে।
তাই গতবছর ১০ জুলাই,২০২২ সালে প্রতিষ্ঠা করি সৈয়দ মৌলভী বাজার ব্লাড ফাউন্ডেশন।বর্তমানে এই মানবিক সংগঠন থেকে ৮৮ ব্যাগ রক্ত দান করি বিনামূল্যে।ভবিষ্যতে রক্ত গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহের পাশাপাশি ডায়াবেটিস,জন্ডিস লিভার সহ ইত্যাদি পরীক্ষা করার পরিকল্পনা আছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর ইন্সট্রাক্টর ইউআরসি জনাব,আবদুল মতিন।এই প্রতিষ্ঠা বার্ষিকীতে
তিনি সকলকে স্বাগত জানিয়ে বলেন ভবিষ্যতে সব সময় আর্থিকভাবে হোক মানসিকভাবে হোক সবসময় এই মানবিক সংগঠন সৈয়দ মৌলভীবাজার ব্লাড ফাউন্ডেশনকে সাহায্য ও সহযোগিতা করব।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঢাকার পিপিএম উপ-পুলিশ পরিদর্শক,স্পেশাল এ্যাকশন গ্রুপ’র ডিবি অফিসার মোঃ রফিক উদ্দিন মুন্না।তিনি রক্ত দানে সবাইকে উৎসাহ দেখিয়ে বলেন আমি
আন্তর্জাতিক ব্লাড ফাউন্ডেশনের সাথে যুক্ত থেকে প্রতি বছর কয়েকবার রক্ত দান করি ফলে আমি এলার্জি রোগ থেকে মুক্তি পায়।রক্ত দেওয়া সাওয়াবের কাজ।এই মানবিক সংগঠনকে আরও দুর এগিয়ে নিয়ে যেতে হবে।প্রয়োজন সকলের সবরকম সাহায্য ও সহযোগিতা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা নিউজ টেলিভিশন’র স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক সংবাদ উন্মোচন পত্রিকার
বিশেষ প্রতিনিধি মোঃরিয়াজ উদ্দিন এবং প্রভাষক মোঃ নুর নবী।আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আজমিরুল আবেদিন ফিল্লু,ডাঃ মোঃ সাঞ্জার হোসেন,উপদেষ্টা মোঃ বোরহান উদ্দিন,মোঃরাশেদ উদ্দিন,মোঃরিপন উদ্দিন,ডাঃ হাছান মাহমুদ ফেরদৌস,একতা ব্লাড ফাউন্ডেশনের সদস্যবৃন্দ সহপ্রমুখ। অনুষ্ঠান শেষে সেরা রক্ত দাতা,সেরা সেচ্ছাসেবী,সেরা সদস্য,সভাপতি ও
অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।এই মানবিক সংগঠন থেকে ক্যান্সার রোগী, প্রসূতি মা ও নবজাতজ শিশুসহ বিভিন্ন রোগী যাদের রক্তের স্বল্পতা তাদের রক্ত দান করে।সৈয়দ মৌলভী বাজার ব্লাড ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুব সমাজসহ বিভিন্ন ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠন।আরও আর্থিক সাহায্য ও সহযোগিতা পেলে এই মানবিক সংগঠন আরও অনেক দুর এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন এলাকাবাসী।