দাকোপে কৃষক দের মাঝে সার ও বীজধান বিতরণ

দাকোপ খুলনা প্রতি নিধি ঃ দাকোপ উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ৪ জুলাই মঙ্গল সকাল ১১টায় কৃষকদের মাঝে সার ও ধানেরবীজ দেওয়া শুরু হয়েছে। প্রথমদিন প্রায় ৩৫০.জন কৃষক সার ওবীজধান গ্রহণ করেছে। কৈলাশ গঞ্জ ইউনিয়নের কৃষক পবিত্র মৃধা,জুয়েল রপ্তান,ও বাজুয়া ইউনিয়নের কৃষক উজ্বলরায় ও কৃষানী পপীমন্ডল,জানান উপজেলা কৃষি অফিস থেকে ৫কেজী ধানের বীজ, ১০কেজি ডি এ বি আর

 

১০ কেজি এম ও পি,সার পেয়েছি। কৃষি অফিস সুত্রে জানাযায় সরকারী প্রণোদনা কর্মসূচীর আওতায় চলতি আমন মৌসুমে বিনা মূল্যে কৃষক দের মাঝে সার ও বীজধান বিতরণ করা হচ্ছে। উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন উপজেলার ১ হাজার ৭ শত জন কৃষক বিনামূল্যে এই সার ওবীজ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top