নড়াইলে স্কুলের বারান্দা থেকে বয়োবৃদ্ধের মরদেহ উদ্ধার

 নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বারান্দা থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩জুলাই) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৭০ বছর। স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই বৃদ্ধকে বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ের বারান্দায় থাকতে দেখা গেছে। তাকে দেখে মানসিক ভাবে অসুস্থ মনে হয়েছে। তার

 

পরিচয় জানা যায়নি। লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন জানান, সোমবার বিদ্যালয় ভবনের বারান্দায় বয়োবৃদ্ধের মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে অবগত করেন। পরবর্তীতে নলদী পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।### খন্দকার সাইফুল নড়াইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top