নয়ন দাস,কুড়িগ্রাম ::: কুড়িগ্রামের উলিপুর রাজারহাট রোডের বসার বাজারে মোটরসাইকেলের ধাক্কায় চালক সহ ২ ব্যক্তি মর্মান্তিক ভাবে আহত হয়েছেন। সোমবার (৪ জুলাই) বিকাল ৪:৪৫ মিনিটে বশার বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন, উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের, সরফদী গ্রামের মোটরসাইকেল চালক আসাদ ইসলাম (৫৫) এবং দলদলিয়া ইউনিয়নের দোকলা পাড়া গ্রামের সৈয়দ আলী(৬৫)
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সৈয়দ আলী (৫৫) বাড়ি থেকে বশার বাজার রোডে উঠার সময় তাকে মোটরসাইকেল চালক ধাক্কা দিয়ে মোটরসাইকেল চালক ছটকে পড়ে আহত হয়। পরে বাজারের লোকজন অটোরিক্সা যোগে উলিপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।