বাগেরহাটে STFF এর বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

 বাগেরহাট জেলা প্রতিনিধিঃ “মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার” এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন। মানবিক ও সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে সোমবার (৩ জুলাই) বিকেলে বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘির পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে এই সংগঠনটি। সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান

 

গাজী আলিম আল রাজি প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গভবন জামে মসজিদের খতিব মোহাম্মদ সাইফুল কাবির, সংগঠনের উপদেষ্টা এডভোকেট শিকদার ইমরান হোসেন এবং সেভ দা ফিউচার ফাউন্ডেশন খুলনা মহানগরের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রিন্স। এ সময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শাখার সভাপতি

 

শেখ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিমুল, মাওলানা মোঃ আমিনুল ইসলাম, ঢাকা মতিঝিলের তিজারাহ ফুডের স্বত্বাধিকারী শেখ মারুফ হোসেন, বাগেরহাট গ্লোবাল টিভির প্রতিনিধি সোহেল রানা বাবু, ফকির শহিদুল ইসলাম লিটু, মেহেদী হাসান বাচ্চু, ওমর ফারুক সুজন, জিএম জাকির হোসেন, ইমরান হোসেন, তাজমণি হাওলাদার, সাকিব সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বৃক্ষরোপণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি গাজী আলিম আল রাজি বলেন, সামাজিক ও মানবিক কাজে সেভ দা ফিউচার ফাউন্ডেশন ব্যাপক ভূমিকা পালন করছে। উপকূলীয় অঞ্চল গুলোতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। বর্তমান সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন একযোগে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top