যশোর অভয়নগর ৭নং শুভরাড়া ইউনিয়নে রাস্তার বেহাল দশা

 যশোর অভয়নগর থেকে ইমাদুল ইসলাম ::: যশোর অভয়নগর ৭নং শুভরাড়া ইউনিয়নে রাস্তার বেহাল দশা । লেবুগাতী ব্রিজ কালভার্ট নির্মাণ কাজ শুরু করেন ‘রাস্তা দিয়ে অনেকে ভারি গাড়ি যাওয় আসা করতে করতে রাস্তায় ভেঙ্গে পড়েছে । যশোর ৪ আসনের সংসদ সদস্য

 

এম পি রনজি্ৎ মহোদয়ের কাছে দাবী শুকপাড়া রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার অনুরোধ এলাকায় বাসির । বৃষ্টি হলে পানিতে ভেবে যায়। স্কুলের মেতে পারে না ছেলে মেয়েরা অনেক কষ্টে হয়ে থাকে বলে জানা যায় এলাকাবাসী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top